শীঘ্রই পাওয়া যাবে নিজের পছন্দ মত গাড়ির নম্বর প্লেট। রাজস্ব বাড়ানোর জন্য নিলামের মাধ্যমে পছন্দের নম্বর প্লেট বিক্রির পরিকল্পনা করছে সরকার। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, বিদেশে দেখি যে, প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট বা লাইসেন্স প্লেট অকশন হয় এবং প্রচুর টাকা আয় করে। যত সুন্দর নম্বর তত দামও বেশি। আমরা নেক্সট যেকোনো সময় থেকে শুরু করবো এটা। আমরা পছন্দের লাইসেন্স ও নম্বর প্লেট বিক্রি করতে চাই। কিছু অর্থ আসুক না।
আরও পড়ুন: স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে চালু হবে উত্তরা-মতিঝিল মেট্রোরেল
নম্বর প্লেট কেমন হবে জানিয়ে মন্ত্রী বলেন, এটার ওপর কাজ করতে হবে। চায়নার পলিসি এখানে চলবে না, তাদের ৪ নম্বর দিয়ে কিছু হয় না, ওরা অত্যন্ত ক্রেজি ৮ নম্বর নিয়ে। আমরাও এ রকম দেশে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে রূপরেখা তৈরি করবো। সেভাবে করতে পারলে প্রাইজটি ভাল পাব। বিদেশ যেভাবে অর্জন করছে সেভাবে অর্জন করবো।
তিনি আরো বলেন, বিদেশে বাসা থেকে বের হলেও তো পেমেন্ট করতে হয় কোনো না কোনোভোবে। রেভিনিউ, গাড়ি যেখানে দাঁড় করিয়ে রাখবেন সেখানেও রেভিনিউ। আমাদের দেশে এগুলো অর্জন করলে রোড বা ব্রিজের মেইনটেনেন্স কস্ট এগুলো থেকে আদায় করতে পারতাম। অর্জন করার ক্ষমতা আমাদের আছে শুধু এগুলোকে এখন বাস্তবায়ন করা দরকার।
আনন্দবাজার/ডব্লিউ এস