বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মি. লর্ড করন বিলিমোরিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দেওয়া বিশেষ বক্তৃতায় এ কথা জানান তিনি।
লর্ড করন বিলিমোরিয়া পিতা ভারতের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ফারিদুন বিলিমোরিয়া বাংলাদেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন।
বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষা, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বার্মিংহাম বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের এ সুযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা প্রদানের জন্য বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড করন বিলিমোরিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, তার অসাধারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে। শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে।
চ্যান্সেলর লর্ড করন বিলিমোরিয়া অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এ যুদ্ধের কারণে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, বিশ্বে দারিদ্র্য বাড়ছে, পরিবেশের বিপর্যয় ঘটছে, খাদ্য সংকট তৈরি হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যসহ বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আনন্দবাজার/কআ