ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র শীতেও চলছে পাটকল শ্রমিকদের আন্দোলন

পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি চলছে রাজশাহীর তীব্র শীত উপেক্ষা করেই। বুধবার চতুর্থ দিনে গড়ালো তাদের আন্দোলন। দিনরাত সমানভাবে মূল ফটকে অবস্থান করে ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা।
তারা জানান, মজুরি কমিশনের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও তা হয়নি। দাবি পূরণ না হওয়ায় রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। এবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে যদি ঘোষিত ১১ দফা দাবি না মানা হয়। শ্রমিকরা রাজশাহী পাটকলের মূল ফটকের সামনে কাঁথা-বালিশ নিয়ে অনশন করছে। তবে তীব্র শীতের কারণে অনেক শ্রমিকই এখন অসুস্থ হয়ে পড়ছেন।
রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান বলেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর ঘরে ফেরা সম্ভব নয়। শ্রমিকরা গত ১০ ডিসেম্বর দুপুর থেকে আন্দোলন শুরু করে কেন্দ্রের বৈঠক ফলপ্রসূ না হওয়ায়। দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসের পরে তারা ১৪ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করে।
আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন