ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

নারী এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সহজ জয় তুলে নিলো ভারত। ভারতের আগ্রাসী আক্রমণে মাত্র ৬৫ রানে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে মাত্র আট দশমিক তিন ওভার দুই উইকেট হারিয়ে খুব সহজেই জয় তুলে নেয় ভারত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ অক্টোবর) টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তবে পাঁচবারের ফাইনালিস্ট দলটি ভারতীয়দের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। ৯ রানে চার আর ৩২ রানের মধ্যে আট উইকেট হারিয়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনাও তৈরি করতে পারেনি দল। লঙ্কান ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওসাদি রানাসিংহে (১৩) আর ইনোকা রানাভিরা (১৮)।

ভারতীয় বোলারদের মধ্যে মাত্র পাঁচ রানেই নেন তিন উইকেট সবচেয়ে সফল রেনুকা সি। দুটি করে উইকেট নিয়েছেন রাজেশ্বরী গায়াকদ আর স্নেহ রানা।

জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরুতে ওপেনার শেফালীকে হারালেও এদিন রীতি মতো তাণ্ডব চালান আরেক ওপেনার স্মৃতি মান্দানা। মাত্র ২৫ বল খেলে এই ওপেনার তোলেন অপরাজিত ৫১ রান। এর মধ্যে তিনটি ছয় ও ছয়টি চারের মার রয়েছে, স্ট্রাইক রেট ২০৪।

অধিনায়ক হারমপ্রীতি কর (১৪) ও স্মৃতি অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন