ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জামিরজুরী সড়কে ভোগান্তি

জামিরজুরী সড়কে ভোগান্তি

আরকান মহাসড়কের চন্দনাইশের পাঠানিপুল এলাকার সঙ্গে সংযুক্ত দোহাজারী জামিরজুরী সড়কের বেহাল অবস্থায় হাজার মানুষকে যাতায়তে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অবহেলিতভাবে পড়ে রয়েছে। এতে বিভিন্ন স্থানে কার্পেটিং এবং বিছানো ইট উপড়ে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হালকা যানবাহনে বিঘ্নিত ঘটছে বিকল হয়ে পড়ছে যন্ত্রাংশ। সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচলে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক থেকে সংযুক্ত দোহাজারী জামিরজুরীর দীর্ঘ ৫কিমি. সড়কের নাথ পাড়া পর্যন্ত  বিভিন্ন স্থানে গর্তের ফলে জন সাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ সড়কটি দিয়ে জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বধ্যভূমি, রামকষ্ণ মন্দিরসহ কয়েক হাজার পরিবারের বসবাস। সামান্য বৃষ্টি হলে সড়কে সৃষ্ট গর্তগুলোতে কাদাপানি জমে একাকার হয়ে উঠে। জমে থাকা কাদাপানি দিয়ে পথচারিদের চলাচলে নষ্ট হয়ে যাচ্ছে তাদের পরনের কাপড় চোপড়।

মাদ্রাসার শিক্ষক আবুল বশর জানান, সড়ক দিয়ে শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পড়তে আসতে যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে। জরুরিভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী বলেন, কয়েকটি সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ হলেই এসব সড়কগুলো সংস্কার কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন