ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রঙিন মাছে বড় বাণিজ্য

রঙিন মাছে বড় বাণিজ্য

অ্যাকুরিয়ামে রঙিন মাছচাষ করে সাফল্য পেয়েছেন যুবক শাহাব উদ্দিন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। মাছচাষে বছরে তার আয় ৮ থেকে ১০ লাখ টাকা। তার উৎপাদিত রঙিন মাছ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে সমাদৃত।

বগুড়ার কাহালু উপজেলার রাজধানী মুরইলের মুরইল দক্ষিণ পাড়া গ্রামের মোজাম্মেল হকের প্ত্রু শাহাব উদ্দিন। তিনি বিভিন্ন প্রজাতির রঙিন সৌখিন অ্যাকুরিয়ামের জন্য সাপ্লায়ার মাছ চাষ করে সফল হয়েছেন। বিএ পাশ করার পর চাকরি না পেয়ে প্রথমে পোল্ট্রিফার্মের ব্যবসা শুরু করেণ। তবে খামারে লোকসান হলে ভাগ্যবদলের আশায় স্ব-পরিবারে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে প্রায় ৫ বছর থাকাকালীন সময়ে তিনি রঙিন সৌখিন মাছচাষ সম্পর্কে অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন। তবে করোনা মহামারি শুরু হলে তিনি দেশে চলে আসেন। ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন মরিয়ম অ্যাকুরিয়াম ফিস এন্ড হ্যাচারি। শুরুতে মাত্র ২২ থেকে ২৩ হাজার টাকার ব্রুড মাছ হাউজ ও পুকুরে পোনা মাছ ফুটিয়ে ৬ মাসে ৪ লাখ টাকা আয় করেন। বর্তমানে তিনি চারটি পুকুর (এক একর পরিমাণ জায়গা) ও ৭ টি হাউজে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ চাষ করছেন। এছাড়াও তার হ্যাচারিতে রঙিন মাছের পাশাপাশি মাছের খাদ্য-সরঞ্জামাদি পাওয়া যায়। তার হ্যাচারিতে রয়েছে গোল্ড ফিশ, জাপানি কৈ কার্প, কমেট, এ্যাঞ্জেল, গাপ্পি, বাটার ফ্লাই, মলি, প্লাটি, সর্টেল, গোরামী। এ মাছগুলোর মধ্যে গোরামী, কৈ কার্প, গোল্ড ফিস, ও কমেট মাছ ডিম ছাড়ে, আর বাকি মাছগুলো সরাসরি বাচ্চা দেয়। তার দেওয়া তথ্যমতে উল্লেখিত মাছের মধ্যে পুকুরে চাষ হয় জাপানি কৈ আর কমেট। বাকি সব মাছই হাউজের পানিতে চাষ করা হয়। মাছের আকার ও প্রকার বিবেচনায় একটি মাছ ১০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। তিনি আরও জানান, এ মাছ বিক্রির জন্য বাজার ধরতে হয়না। এখানে বগুড়া, রাজধানী ঢাকা, সিরাজগঞ্জ, রাজবাড়ি, পটুয়াখালী জেলাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ এসে সৌখিন মাছ কিনে নিয়ে যান। তবে জায়গার স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ি মাছ উৎপাদন করতে পারছেন না। মাছচাষের প্রসার ঘটানোর জন্য চাষি শাহাব উদ্দিন পুকুর-হাউজ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন। এ জন্য সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন