কমলাপুর রেলওয়ে স্টেশনের তুরাগ ট্রেনের ৭৪৪ নম্বর বগিতে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো—সুমন (২১), আনোয়ার (২০), নাজমুল (২৫), নাইম (২৫) ও রোমান প্রকাশ (২২)। শুক্রবার (৭ অক্টোবর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৮ অক্টোবর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
ফেরদাউস আহম্মেদ বলেন, ভোক্তভোগী কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলায়। মা-বাবার সঙ্গে রাগ করে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে হাওর এক্সপ্রেস ট্রেনে রাতে ঢাকার কমলাপুরে আসে।
কমলাপুর পৌঁছালে ২ নম্বর প্লাটফর্মে ইমরান (২০) নামে এক পানি বিক্রেতার সঙ্গে কথা হয়। কথার এক ফাঁকে ইমরান ওই কিশোরীকে প্লাটফর্মের একটি বেঞ্চে শুয়ে থাকতে বলেন এবং তাকে কেউ কিছু বললে তার (ইমরান) পরিচয় জানাতে বলেন।
গভীর রাতে ইমরান ওই কিশোরীকে নিরাপত্তার কথা বলে ১ নম্বর প্লাটফর্মের তুরাগ কমিউনিটি লোকাল ট্রেনের ৭৪৪ নম্বর বগিতে নিয়ে যান। এরপর সেখানে শুয়ে থাকতে বলেন এবং বগির একপাশের দরজা আটকে দেন। যখন ওই কিশোরী শুড়ে পড়ে তখন ওপর পাশের একটি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন ইমরানসহ আরও পাঁচজন। পরে সবাই মিলে একে একে তাকে ধর্ষণ করেন।
রাত আনুমানিক ১টার দিকে রেলওয়ের এক সদস্যকে সেখানে দিয়ে যাতায়াত করতে দেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। তখন রেলের বগির ভেতর পড়ে থাকা অবস্থায় ওই কিশোরীকে দেখে থানায় খবর দেন তিনি।
রেলওয়ে থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে।
কিশোরীকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আনন্দবাজার/কআ