ঢাকা | শনিবার
২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশ

ভারতের কাছে হেরে শঙ্কায় বাংলাদেশ

সিলেটের আউটার স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ৫৯ রানে হারিয়েছে ভারত। বড় ব্যবধানে ভারতের কাছে হেরে রান রেটে ব্যাপক পিছিয়ে গেছে বাঘিনীরা।

১৫৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানেই গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ।

সাত দলের টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করতে সেরা চারে থাকতে হবে দলগুলোকে।
এ আগে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটো হেরে বাংলাদেশের অবস্থান ছিল চার নম্বরে।

এ হারের সঙ্গে সঙ্গে সেমিফাইনালের সম্ভাবনা নিয়ে এখন ভাবতের হচ্ছে ফারজানা-তৃষ্ণাদের।

ব্যাট হাতে দুর্দান্ত শুরু এনে দিয়ে ভারতকে জয়ের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন