ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিক্রির চাপে পতন

বিক্রির চাপে পতন

সূচকের উত্থান লেনদেন মন্দা

লেনদেন

  • ডিএসইতে ১১শ কোটি, সিএসইতে ১৯ কোটি
  • সেরা ওরিয়ন ফার্মা, বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বৃহস্পতিবার সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ দুই স্টকে কমেছে। লেনদেন ডিএসইতে ১ হাজার ১৭০ কোটি টাকায় নেমে এসেছে। সিএসইতে ১৯ কোটি টাকা। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত।

লেনদেন কমার প্রসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন ক্রয়ের চাপ কম ছিল। বিক্রয়ের চাপ ছিল বেশি। অপরদিকে সিএসইতেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ক্রয়ের চাপ কম ছিল। বিক্রয়ের চাপ বেশি ছিল।

গতকাল বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল  ১ হাজার ১৬৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৯ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৫২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রম ২ হাজার ৩৬১ দশমিক ৫৬ পয়েন্টে এবং ১ হাজার ৪৪৩ দশমিক ৪৭ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৭টি এবং কমেছে ১০৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯০টির। এদিন ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ১৩৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৭৫ কোটি ৯৫ লাখ টাকা, সোনালি পেপার ৪২ কোটি ২৮ লাখ টাকা, বিবিএস ৪১ কোটি ৬৪ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৩৯ কোটি ৮৩ লাখ টাকা, বিএসসি ৩৩ কোটি ৫৮ লাখ টাকা,  বিবিএস কেবলস ২৯ কোটি ৬৭ লাখ টাকা, জেএমআই হসপিটাল ২৫ কোটি ১ লাখ টাকা, বিকন ফার্মা ২৩ কোটি ২৩ লাখ টাকা এবং শাইনপুকুর সিরামিক ২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৭টি, কমেছে ৭৫টি এবং পরিবর্তন হয়নি ১১২টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৩২ দশমিক ৬০ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৪০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৮৬ পয়েন্ট  এবং সিএসআই সূচক ১০ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪০৩ দশমিক ৬১ পয়েন্টে, ১১ হাজার ৫৮৯ দশমিক ১৭ পয়েন্ট এবং ১ হাজার ২৫৫ দশমিক ৬৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৪ দশমিক ৩৫ পয়েন্ট।

এদিন সিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ২ কোটি ১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ১ কোটি ৭৫ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ১ কোটি ৪৩ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১ কোটি ২০ লাখ টাকা, ইবনে সিনা ৮৫ লাখ টাকা, কেয়া কসমেটিকস ৭১ লাখ টাকা, বিবিএস ৬৮ লাখ টাকা, নাভানা সিএনজি ৫৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৫২ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন