টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নীতি প্রণয়ন (এনাব্লিং পলিসি ফর সাস্টেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট) শীর্ষক সেমিনারের আয়োজন করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
আগামী শনিবার, সকাল সাড়ে ১০টায় রাজধানী ঢাকার বনানীর হোটেল শেরাটনে এটি অনুষ্ঠিত হবে।
এফবিসিসিআই’র হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন্স আরিফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ডিন ড. প্রফেসর এজাজ হোসাইন, বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জাভেদ আকতার, বাংলাদেশ প্লাস্টিক গোডস মেনুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মাঈনুল ইসলাম, বাংলাদেশ পেট্রোক্যামিকেল কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও খাদেম মাহমুদ ইউসুফ,বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জয়েন সেক্রেটারি ইকবাল হাবিব, বিশ্ব ব্যাংকের সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ ইউন জো ইলিসন ওয়াই প্রমুখ।
আনন্দবাজার/কআ