ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে আসছে নতুন আইন

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে আসছে নতুন আইন

মুড়িমুড়কির মতো এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার বন্ধে শিগগিরই নতুন আইন আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী তার লাইসেন্স বাতিল হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আইন হবে।

এদিকে সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এডিস মশার লার্ভা নির্মূলে জনগণের সচেতনার পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাকে আরো তৎপর হতে হবে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন