ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কায় নিহত ৪

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কায় নিহত ৪

সিরাজগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেক বাসে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন।

ঘটনার সূত্রপাত হয় সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্শে সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায়। সংঘর্ষের সময় বাস ব্রিজের রেলিংয়ে আচরে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হল- নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে জাহাঙ্গীর (৫০), জাহাঙ্গীরের স্ত্রী পান্না খাতুন (৪৩) ও একই উপজেলার মাঝগ্রাম গ্রামের নূর ইসলামের ছেলে মাইক্রোবাসচালক সেলিম আহমেদ (৩৫) ও মানিকগঞ্জ জেলার হালিমের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম আজ দুপুরের দিকে মারা যান। তিনি সহ মোট ৪ জনের মৃত্যু হয়।

অন্যদিকে আহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে নাফি (৬) ও সাফি (৪), একই গ্রামের আবু বক্কারের ছেলে জাবের (৩৫), লালপুরের ওহেদুলের ছেলে নুরুল (৩০), রামকৃষ্ণপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে ওলিউল জুয়েল (৩৫) ও ওলিউলের স্ত্রী হিরা খাতুন (২৭)। আহতদের প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থেকে বরযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস নাটোর জেলার বনপাড়ার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাস ও ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন