এবার পূর্বের বছরগুলোর চাইতে ভিয়েতনামের কফি রফতানি ১৪ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে দেশটির চাল রফতানি আড়াই শতাংশ বাড়তে পারে । সম্প্রতি দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) তথ্যমতে, ভিয়েতনাম থেকে চলতি বছর শেষে সব মিলিয়ে ১৬ লাখ ১০ হাজার টন অথবা ২ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হতে পারে, যা অন্য বছরগুলোর তুলনায় ১৩ দশমিক ৯ শতাংশ কম।
অপরদিকে রফতানি কমার ফলে বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশটির আয়ও কমবে। উক্ত খাত থেকে দেশটি এবার ২৭৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার আয় করতে পারবে, যা পূর্বের বছরের তুলনায় ২১ দশমিক ২ শতাংশ কম।
অন্যদিকে এ বছর দেশটির চাল রফতানি বেড়ে ৬২ লাখ ৫৯ হাজার টনে উন্নীত হতে পারে, যা আগের বছর থেকে ২ দশমিক ৫ শতাংশ বেশি কিন্তু রফতানি বাড়লেও আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যটির দামে মন্দা থাকায় এ খাতে দেশটির আয় কমবে।
আনন্দবাজার/এফআইবি