ঢাকা | শুক্রবার
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাক্টরি স্থাপনে সিপিডি ও জিআইজেডের সেমিনার কাল

ফ্যাক্টরি স্থাপনে সিপিডি ও জিআইজেডের সেমিনার কাল

সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি ও জিআইজেড বাংলাদেশের সাথে “ফ্যাক্টরি স্থাপনের উপর ওয়েব পোর্টাল চালু করা: লাইসেন্সিং, সার্টিফিকেট এবং নিবন্ধন” শীর্ষক ইভেন্টের আয়োজন করেছে।

আগামীকাল রবিবার (২ অক্টোবর ২০২২) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে।

সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খোন্দকার গোলাম মোয়াজ্জেমের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাকবেন ডাঃ মাইকেল ক্লোড।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)-এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম প্রমুখ।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন