ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থমকে গেছে দর

থমকে গেছে দর

দরে পরিবর্তন নেই অধিকাংশ কোম্পানির

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুইটি বাদে বাকী তিন ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত। ডিএসইতে ১৮৬টি ও সিএসইতে ১১১টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি। লেনদেন পরিমাণ উভয় স্টকে কমেছে। লেনদেন ডিএসইতে ১ হাজার ২১৬ কোটি টাকায় নেমে এসেছে। সিএসইতে ৮৭ কোটি টাকায় নেমে এসেছে।

লেনদেন প্রসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। তবে বিক্রয়ের চাপ কম ছিলো। তবে ক্রয়ের চাপ ছিল বেশি। অপরদিকে সিএসইতেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ক্রয়ের চাপ কম ছিলো। বিক্রয়ের চাপ বেশি ছিলো।

গতকাল ডিএসইতে ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১২ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ২৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রম ২ হাজার ৩৩০ দশমিক ৪১ পয়েন্টে এবং ১ হাজার ৪১৯ দশমিক ৭২ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪টি এবং কমেছে ৮৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৬টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ১১০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৯৯ কোটি ১০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৬৬ কোটি ৫২ লাখ টাকা, বিবিএস ৪১ কোটি ৫৪ লাক টাকা, শাইনপুকুর ৩৮ কোটি ৭১ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৩৫ কোটি ৫৬ লাখ টাকা, বিডি কম ২৮ কোটি ৯৫ লাখ টাকা, মনোস্পুল পেপার ২৫ কোটি ১ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৪ কোটি ৯৭ লাখ টাকা এবং এডিএন টেলিকম ২৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ১০১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৭৬টি এবং পরিবর্তন হয়নি ১১১টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৮৯ দশমিক ২৮ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসসিএক্স সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৭৩ দশমিক ২৭ পয়েন্ট এবং ১১ হাজার ৫০২ দশমিক ৩৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৭ পয়েন্ট এবং  সিএসআই সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৮৮ দশমিক ৫০ পয়েন্টে এবং ১ হাজার ২৩৪ দশমিক শূন্য ৭ পয়েন্টে।

এদিন সিএসইতে স্কয়ার ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন স্কয়ার ফার্মা ৪১ কোটি ১ লাখ ২০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৬ কোটি ১২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ৯৬ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ১ কোটি ৪০ লাখ টাকা, বিবিএস ১ কোটি ২৩ লাখ টাকা, কেয়া কসমেটিকস ৮৪ লাখ টাকা, শাইনপুকুর ৮৩ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজ ৬৮ লাখ টাকা এবং সাইফ পাওয়ারটেক ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন