টেলিকমিউনিকেশন খাতের বৃহত্তম প্রতিষ্ঠান অপটাসের ৯৮ লাখ গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা করছে অস্ট্রেলিয়া।
এ বিশাল অংক অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ৩৭ শতাংশ। ২০২২ সালের মার্চের এক প্রতিবেদন অনুযায়ী অপটাস গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।
তবে অপটাসের ভাষ্য, শুধু বর্তমান নয় বরং ২০১৭ সালের আগের গ্রাহকদের তথ্য চুরির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেদের চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে নাম, জন্মতারিখ, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পাসপোর্ট নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর। যদওি আর্থিক কোনো তথ্য বা কোনো পাসওয়ার্ড চুরি হয়নি বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের ভাষ্যমতে, এ তথ্যের পুকুর চুরির ঘটনা দেশের বাইরে থেকে সংঘঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর হামলার বিষয়টি আচ করার সঙ্গে সঙ্গেই অপটাস তা অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশকে জানায় ও হামলা প্রতিহত করে। এ ঘটনাকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় তথ্য চুরির ঘটনা বলে আখ্যা দেওয়া হচ্ছে।
বিবিসি ও সিএসও গণমাধ্যমের জানা যায়, সরকার এ ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত দিয়ে স্পর্শকাতর তথ্য চুরির জন্য অপটাসকে দায়ী করছে।
আনন্দবাজার/কআ