ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানে চুল খুলে প্রতিবাদ: অতঃপর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

ইরানে চুল খুলে প্রতিবাদ: অতঃপর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নিয়ে খোলা চুলে প্রতিবাদ করে ভাইরাল হন হাদিস নাজাফি(২০)।

তবে বিক্ষোভের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করেছেন ভাইরাল হওয়া নাজাফি।

আরব নিউজের মাধ্যমে জানা যায়, গত সপ্তাহে একটি টিকটক ভিডিওতে নাজাফিকে দেখা গেছে হিজাব ছাড়া সরকারবিরোধী বিক্ষোভের জন্য প্রস্তুত হতে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয় মুহূর্তেই।

নাজাফির ফলোয়ারদের দাবি, ২১ সেপ্টেম্বর নাজাফিকে ছয়বার গুলি করা হয়েছিল, যেগুলো তার মুখে ও ঘাড়ে লাগে। তবে নাজাফি তেহরানের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। রেডিও ফারদার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মৃত্যু হয় মাহশা আমিনি’র (২২)। ঐ ঘটনার পর থেকেই ইরানজুড়ে শুরু হয় বিক্ষোভ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, বিক্ষোভে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলোর হিসেব বলছে ৪০ নয় বরং চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে।

আমিনি ও নাজাফি ছাড়াও ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে আরও তিন নারী নিহত হয়েছেন জানা গেছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন