ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিএমবিএ ও বিআইসিএম

পুঁজিবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিএমবিএ ও বিআইসিএম

পুঁজিবাজারের বিকাশের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষণ ব্যবস্থা, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে এক সাথে কাজ করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) নামে দুটি প্রতিষ্ঠান।

এ লক্ষ্যে গতকাল বুধবার বিএমবিএ’র সচিবালয়ে বিএমবিএ এবং বিআইসিএম এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের পক্ষে সভাপতি মো. ছায়েদুর রহমান ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পক্ষে নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সভাপতি জিয়াউর রহমান ও সাধারন সম্পাদক আবু আলী, বিএমবিএ’র কার্যনিবাহী সদস্য এবং বিআইসিএম’র অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে বিএমবিএ’র সাথে কাজ করার জন্য নানামুখী পরিকল্পনা উপস্থাপন করেন।

এছাড়া ক্যাপিটাল মার্কেট উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পুঁজিবাজার উন্নয়নে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সিএমজিএফের সভপতি জিয়াউরে রহমান বক্তব্য রাখেন।

বিএমবিএর সভাপতি মো. ছায়েদুর রহমান উপস্থিত সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বিএমবিএ এবং বিআইসিএম এর যৌথ প্রয়াসে শেয়ারবাজার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে গণমাধ্যমসহ সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন