ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্যাক্স জালিয়াতির কারণে ৮ বছর জেল শাকিরার?

ট্যাক্স জালিয়াতির কারণে ৮ বছর জেল শাকিরার

এবার ট্যাক্স জালিয়াতির অভিযোগে স্পেনের একটি আদালতে মুখোমুখি হতে যাচ্ছেন কলম্বিয়ান সংগীত তারকা শাকিরা।

ধারণা করা হচ্ছে ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো (১২ দশমিক ৯ মিলিয়ন ডলার) ট্যাক্স জালিয়াতির অভিযোগে বার্সেলোনার একটি আদালতেএ তারকাকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন।

মামলায় দোষী প্রমাণিত হলে তার ৮ বছরের জেল হতে পারে। একইসাথে ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতে পারে।

তবে শাকিরা জানান, তিনি কোনো অন্যায় অপরাধ করেননি, বরং নিজেকে নির্দোষ দাবি করেছেন বারবার। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে, মামলা সমর্থন করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং ন্যায়বিচার আমার পক্ষে যাবে।

বিবিসির সূত্রমতে, শাকিরা প্রসিকিউটরদের দেয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং বিচারের মুখোমুখি হওয়ার পথ বেছে নিয়েছিলেন।

এ বিষয়ে আইনজীবীরা অভিযোগ করেন, শাকিরা স্পেনে বসবাস করলেও নিজ বাসভবন অন্য কোথাও তালিকাভুক্ত করেছেন।

শাকিরা ২০১২ সালে বার্সেলোনায় একটি বাড়ি কিনেছিলেন, যা তার ও সাবেক সঙ্গী বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকের পারিবারিক বাড়ি বলেই প্রতিষ্ঠিত।

এদিকে শাকিরার আইনজীবী বলেন, ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক সফর থেকে বেশিরভাগ আয় এসেছে যা তিনি স্পেনের বাইরেই দীর্ঘ সময় অবস্থান করে ব্যয় করেছেন।

শাকিরা কর প্রদানের উদ্দেশ্যে ২০১৫ সালে স্পেনকে তার বসবাসের স্থান হিসেবে ঘোষণা করেছিলেন। এর পর পরই তিনি ১৭ দশমিক ২ মিলিয়ন ইউরো ট্যাক্স পরিশোধ করেন। তার কোন ঋণ নেই বলে উল্লেখ করেন।

আনন্দবাজারকআ

সংবাদটি শেয়ার করুন