ঢাকা | শুক্রবার
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমারকে বার বার আঘাত করতে চেয়েছিল তিউনিসিয়া

নেইমারকে বার বার আঘাত করতে চেয়েছিল তিউনিসিয়া

ঝুঁকিপূর্ণ এক ম্যাচ কেটেছে একাধিক ফাউলের শিকার ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। তিউনিসিয়ার সমর্থকদের লেজার রশ্মির অক্রমণ, কলা ছুড়ে মারা আর মাঠে কঠিন সব ট্যাকেলের মধ্যেও ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ব্রাজিল।

‘নেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে চেয়েছিল তিউনিসিয়া’ এমনই দাবি করেন ব্রাজিল কোচ তিতে।

মঙ্গলবার ম্যাচ শেষে তিতে বলেন, ‘আমরা জানতাম মাঠের লড়াইটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আস্থার হবে, কিন্তু নেইমারের সঙ্গে যা হয়েছে, তা আমি কল্পনা করতে পারিনি। এটা একজন খেলোয়াড়কে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলার জন্য করা হয়েছে।’

ম্যাচে ২২টি ফাউলের মধ্যে সর্বোচ্চ ১৫টি ফাউল ব্রাজিল করলেও তিতে দাবি করনে তিউনিসিয়ার ৭ টি ফাউলের বেশিরভাগই ছিল মারাত্মক। নেইমারকে কয়েকবারই বাজেভাবে ফাউল করেছেন তারা।

তিউনিসিয়ান ডিফেন্ডার ডিলান ব্রন ম্যাচের ৪২ মিনিটে নেইমারকে বাজেভাবে ফাউল করে লাল কার্ডও দেখেন।

এছাড়া আরও তিন ফুটবলারকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখান রেফারি। তবে এদিন তিউনিসিয়ার সমর্থকরা গ্যালারি থেকে চাপ সৃষ্টি করে গেছেন ব্রাজিলিয়ানদের ওপর।

১৯ মিনিটে গোল করে রিচার্লিসন যখন মাঠের একপাশে উদ্যাপন করার সময় তার উদ্দেশে কলা ছুড়ে মারা হয়।

ম্যাচের ২৯ মিনিটে নেইমারকে পেনাল্টি নিতে ব্যার্থ করার জন্য তার চোখে ধরা হয় লেজার রশ্মি। যদিও তাতে লাভ হয়নি তিউনিসিয়ান দর্শকদের।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন