ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই হাজতবাস

স্ত্রীর জন্মদিন ভুলে গেলেই হাজতবাস

জন্মদিনের মতো বিশেষ দিনটি যদি হয় স্ত্রী’র আর কোনক্রমে যদি তা ভুলে যাওয়ার মতো ঘটনা ঘটে, তাহলে আর রক্ষে নেই সামোয়ায় পুরুষদের।

নানা দেশে নানাভাবে পুরুষরা তাদের স্ত্রীকে ম্যানেজ করতে পাররেও দ্বীপরাষ্ট্র সামোয়ায় পুরুষদের ব্যাপারে রয়েছে অদ্ভুত রীতি।

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটাকে অপরাধ বলে গণ্য করা হয়। সেই অপরাধকে এমনই গুরুত্ব দেয়া হয় যে সেখানকার পুলিশ এর উপযুক্ত প্রমাণ পেলে স্বামীকে জেলেও যেতে হতে পারে।

তবে স্বীকৃত এই আইনটির কিছু ফাঁক ফোকরও রয়েছে। যা দিয়ে স্বামীরা চেষ্টা করলে হাজতবাস থেকে কিছুটা হলেও নিজেদের রক্ষা করতে পারেন।

আইনে স্বীকৃত রয়েছে যে, যদি একবারও আপনি স্ত্রীর জন্মদিন ভুলে যান তবে আপনার কপালে দুঃখ রয়েছে।
এই দুঃখ জীবনে তখনই আসবে যখন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে থানায় যাবে।

যদি আপনার স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেই বসে তবে একমাত্র প্রথম ভুল হিসেবে ছাড়া পওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে পুলিশ অভিযুক্ত স্বামীকে ভবিষ্যতে এমন ভুল না হওয়ার হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেন। তবে দ্বিতীয়বার ভুল হলে আর রেহাই নেই।

যদি স্ত্রীর জন্মদিন ভুলেও যান আর যদি স্ত্রী এতে মন খারাপ করেও যদি থানায় লিখিত অভিযোগ না করে তবে হাজতবাস থেকে বেঁচে যাওয়ার সুয়োগ রয়েছে।

এই আইন নিয়ে ‘সামোয়া অবর্জাভার’ নামের সংবাদ মাধ্যম বলছে এমন আইনের অস্তিত্ব নাকি তাদের দেশে কোথাও নেই। অথচ ২০১৯ সালে আইনজীবীদের ব্রিটিশ ম্যাগাজিন ল’ইয়ার্স মান্থলিতে এই আইনের উল্লেখ রয়েছে।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন