খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি চালের কমিশন বৃদ্ধির দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা চালের ডিলার সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুবের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে এ স্মারক লিপি প্রদান করেন তারা।
স্মারকলিপি থেকে জানা যায়, চলমান গাড়ি ভাড়া ও বিক্রয় কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ায় সরকার প্রতি কেজি ১ টাকা ৫০ পয়সা কমিশন নির্ধারিত করে দেন। এ টাকায় ডিলারদের লাভ হচ্ছে না। গুন্তে হচ্ছে লোকসান। তাই ডিলারগণ তাদের কমিশন বৃদ্ধি করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুবের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সমিতির সভাপতি ভোলা নাথ গোসাম্বী, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাসুদ, কোষাধ্যক্ষ নেছার উদ্দিন, ফজলুল হক বাবুল, হুমায়ন কবির, সোহাগ, নুরুল আমিন নুরু, মোঃ মোহন, মুরাদ মোল্লা, আলমগীর সর্দার, আফজালুর রহমান, আজিজুল হক, সাজ্জাদ ইসলাম, মিরাজ ও বাকের আহাম্মদ প্রমূখ।
এর আগে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার সমিতির নেত্ববৃন্ধুর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।