বিমানবন্দরে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের লাগেজের তালা ভেঙে টাকা ও জিনিপত্র চুরির অভিযোগের ‘সত্যতা মেলেনি’ বলে জানিয়েছে বিমানবন্দর কর্তপক্ষ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযোগ নিয়ে তোলপাড় চলে। তারই প্রেক্ষিতে বিকালে আলাদা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তপক্ষের এ বক্তব্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল প্রতিনিধি ও দুজন টিম অফিসিয়াল লাগেজ ট্যাগ পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণ অক্ষত এবং তালাবদ্ধ অবস্থায় বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেছেন।’’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়গণ লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ হতে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হল।’’
আনন্দবাজার/কআ