ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি

পাকিস্তানে বন্যাদুর্গতদের দুর্ভোগের চিত্র জানতে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পাকিস্তানে পৌঁছেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে ইসলামাবাদ সংবাদ মাধ্যমগুলো।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) তত্ত্বাবধানে এ সফর করছেন অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল লস অ্যাঞ্জেলস থেকে সরাসরি পাকিস্তানের পৌঁছান তিনি।

আইআরসি জানায়, দুর্গতদের আবস্থা ও প্রয়োজন জানতে এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতেই হলিউড তারকার এ সফর। তবে এর আগেও প্রাকৃতিক বিপর্যয়ের সময় একাধিকবার পাকিস্তান গিয়েছেন তিনি। প্রাকৃতিকভাবে বিপর্যস্ত ও দুর্গতদের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে সবসময়ই কাজ করে যাচ্ছেন এ তারকা।

ভারি বৃষ্টিতে বন্যা কবলিত পাকিস্তানের ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এক তৃতীয়াংশ এখনও পানির নিচে। বন্যায় এ পর্যন্ত ১ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ৫৫১ জন শিশু ও ৩১৮ জন নারী।

বন্যার প্রকোপে পানিবাহিত রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছেন দেশটির কর্মকর্তারা। ইতিমধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বন্যার পানি কমে গেলেও বিভিন্ন রোগ ছড়িয়ে দ্বিতীয় আরেকটি বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

সাধারণ সময়ের চেয়ে তিনগুণ বেশি বৃষ্টিপাত হওয়ার ফলে সৃষ্ট বন্যায় বিপুল এলাকা প্লাবিত হয়েছে। আর বন্যার পানি নামতে আরও অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানা গেছে। সবচেয়ে খারাপ অবস্থা সিন্ধ প্রদেশে সুপেও পানির সংকট তৈরী হয়েছে। বন্যার এ পানির মধ্যেই লোকজন নিত্যনৈমিত্ত কাজ করে যাচ্ছেন।

জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট এবং দুর্গতদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এবারও পাকিস্তানে বন্যার্তদের পাশে এই হলিউড অভিনেত্রী।

সর্বশেষ ২০১০ সালে বন্যার সময় এবং এর আগে ২০০৫ সালে ভূমিকম্পের পরও পাকিস্তান গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন