প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র তিনজন কর্মকর্তা-কর্মচারী পেলেন শুদ্ধাচার পুরস্কার।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২০২২) বিকালে পিআইবি’র সেমিনার কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এ সম্মাননা স্মারক তুলে দেন।
মন্ত্রী পরিষদ বিভাগের শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মোতাবেক ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র গ্রেড-২ হতে গ্রেড-৯ ক্যাটাগরিতে রিসার্চ অফিসার ও গবেষণা বিশেষজ্ঞ (চলতি দায়িত্ব) ড.কামরুল হক, গ্রেড-১০ হতে গ্রেড -১৬ ক্যাটাগরিতে কম্পিউটার মুদ্রাক্ষরিক ,ভারপ্রাপ্ত পিএ-টু-ডিজি সেখ সাইফুদ্দিন গ্রেড-১৭ হতে গ্রেড-২০ ক্যাটাগরিতে বুক সর্টার এস এম আমিরুল ইসলাম এ পুরস্কার পান।
পুরস্কারপ্রাপ্তরা একটি সনদপত্র, একটি ক্রেস্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।
অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনসহ পিআইবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।