ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চোট পেলেন মুশফিক, লাগল ৬ সেলাই

চোট পেলেন মুশফিক, লাগল ৬ সেলাই

দুর্ভোগ যেন মুশফিকের পিছু ছাড়ছে না। এশিয়া টি-টোয়েন্টি কাপে বাজে পারফরম্যান্সের কারণে কয়েকদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে স্বেচ্ছা অবসর নিয়েছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন বলে জানান তিনি।

বাংলাদেশ জাতীয় দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনের প্রস্তুতি নিচ্ছে মুশফিক তখন বাকি দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে লড়তে শেরে বাংলা জিমনেশিয়ামে ফিটনেস এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। জিমে অনুশীলন করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়ে বসেন মুশফিক। আঘাত প্রাপ্ত স্থানে দিতে হয়েছে ৬ টা সেলাই।

বিসিবি চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী মুশফিকের ইনজুরির খবরটি নিশ্চিত করে বলেন, ‘সকালে মুশফিক বা পাঁয়ে আঘাত পেয়েছিল, এরপর হাসাপাতালে পৌঁছে আঘাত প্রাপ্ত স্থানে ৬ টা সেলাই দিতে হয়েছে। ৭ দিন পর আবার চেক আপ করা হবে, তখন নিশ্চিত করে জানা যাবে আসলে কয়দিন লাগবে সুস্থ হতে। আপাতত সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে।’

জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা আগামী ১০ অক্টোবর থেকে। রাজশাহীর হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে আগেই বিসিবিকে জানিয়েছিলেন মুশফিক। কিন্তু সদ্য চোট পাওয়া মি: ডিপেন্ডডেবলকে শুরু থেকেই রাজশাহী পাবে কি না সে বিষয়ে শঙ্কা রয়েই গেল।

আসছে নভেম্বরে ভারত সিরিজের আগে আর মাঠে দেখা যাচ্ছেনা তাকে। তারপরও দীর্ঘ এই সময়ে নিজের ফিটনেস ঠিক রাখতেই নিয়মিত মিরপুরে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। বাকি দুই ফরম্যাটে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা মুশফিক তাই নিজেকে ফর্মে ফিরে পেতে চাইবেন দ্রুত। তবে তার আগে চোট সাড়তে আপাততো বিশ্রাম থাকা জরুরী।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন