ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ হলো বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯

তরুণদের আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অবশেষে শেষ হলো বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯। ঢাকার মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে গত ২৭ ও ২৮ ডিসেম্বর প্রায় পাঁচ হাজারের অধিক তরুণদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো এই মিলনমেলা। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার তরুণরা জড়ো হয়েছিল এই অনুষ্ঠানে।

দুইদিন ব্যাপী কার্নিভালে দিনভর ছিল তরুণদের সমসাময়িক ইস্যু যেমন বেকারত্ব, সড়ক দুর্ঘটনা, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ এবং সামাজিক সম্প্রীতির উপরে মুক্ত আলোচনা। আলোচনার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার জন্য ছিল বিভিন্ন ওয়ার্কশপ। এছাড়াও এই অনুষ্ঠানে দেশী-বিদেশী প্রায় ৫০ টি সংস্থার স্টলে তরুণদের নানা উদ্যোগ ও কার্যক্রম প্রদর্শিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি জানান, বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দেশের “ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে” কাজে লাগাতে হবে। এই উপলব্ধি থেকেই বিওয়াইএলসি তরুণদের নেতৃত্ব প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির জন্য গত দশ বছর ধরে কাজ করে যাচ্ছে যা বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে। তরুণদের নিয়ে এইরকম তথ্যমূলক ও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি বিওয়াইএলসিকে অভিনন্দন জানিয়েছেন।

কার্নিভালে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ডিএফআইডি প্রধান জুডিথ হারবার্টসন জানান, নেতৃত্ব চর্চা করতে হলে তরুণদেরকে ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবেই এবং সাথে কাজকেও গুরুত্ত্ব দিতে হবে। তিনি আরো জানান “যদি নেতৃত্বের অনুশীলন একান্তই নিজের জন্য হয়ে থাকে তবে তা এখনই বর্জন করা উচিত। নেতৃত্ব ব্যক্তিকেন্দ্রিক নয় বরং সমষ্টিগত ভালোর দিকে মনোনিবেশ করাই এর লক্ষ্য।”

বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি এজাজ আহমেদ জুডিথ হারবার্টসনের বক্তব্যের সাথে সহমত পোষণ করে জানান, “প্রত্যেকেরই জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। ব্যক্তিকেন্দ্রিক মনোযোগ আকর্ষণ নেতৃত্বচর্চা নয় বরং এটি হলো সবাইকে নিয়ে যে কোনো একটি কাজকে সঠিকভাবে সম্পন্ন করা।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এনজিও বিষয়ক ব্যুরো মানুষের জন্য ফাউন্ডেশেন এবং ইউকেএইড এর সহযোগীতায় সফলভাবে আয়োজিত হয়েছে বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০১৯।

এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন আর্টসেল, রেভোলুটাস এবং এভয়েড রাফা। যার মাধ্যমে আলোচিত বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধানকল্পে তরুণদের উৎসাহিত করা হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন