ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে সোস্যাল ইসলামী ব্যাংক

দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পষর্দ ৫০০ কোটি টাকার মুদারাবা পারপেচুয়াল বন্ড ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে এ বন্ড ছাড়া হবে।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানায়, বেসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন