শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাজউক কলেজের প্রি-টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে সেফুদা!

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির প্রি-টেস্ট (প্রাক-নির্বাচনি) পরীক্ষায় ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে সিফাত উল্লাহ মজুমদারের (সেফুদা) মদ পানের বিষয়টি উল্লেখ করে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। এই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে কেন একজন বিতর্কিত ব্যক্তিকে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, গত সোমবার (৮ জুলাই) ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রে দেখা গেছে, ‘অদ্ভুত এক ধরনের মানুষ সেফাতুল্লাহ সেফুদা। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন ধরনের কুরূচিপূর্ণ মন্তব্য করেন। তরুণদের উদ্দেশে সে বলে-‘মদ খাবি মানুষ হবি। দেখ আমি আরও এক গ্লাস খাইলাম। তার কথার প্রতিবাদ করে একজন বিজ্ঞ আলেম বললেন, ‘তার মধ্যে যদি ঈমানের সর্ব প্রথম ও সর্বপ্রধান প্রভাব পরিলক্ষিত হতো, তাহলে সে হয়ে উঠতো একজন আত্মসচেতন ও আত্মমর্যাদাশীল ব্যক্তি।”

সেফুদার এই বিষয়টি নিয়ে ১ নম্বর প্রশ্নের সৃজনশীল ‘ক’ নম্বরে বলা হয়েছে ‘আকাইদ কী?, ‘খ’ নম্বরে বলা হয়েছে, ‘ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে কেন?’ ‘গ’ নম্বরে বলা হয়েছে, ‘বিজ্ঞ আলেমের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠেছে, তা আমাদের জীবনে কী প্রভাব ফেলতে পারে তা ব্যাখ্যা করো’। ‘ঘ’ নম্বর প্রশ্নে বলা হয়েছে, তরুণদের উদ্দেশে দেওয়া সেফুদার বক্তব্য কীসের শামিল? এর ফলাফল বিশ্লেষণ করো।

রাজউক উত্তরা মডেল কলেজের প্রশ্নপত্রএদিকে পরীক্ষার পর ওই প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এনিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ কীভাবে একজন বিতর্কিত ব্যক্তিকে নিয়ে প্রশ্নপত্র প্রণয়ন করেন, তা নিয়ে চলে বিতর্ক।

আরও পড়ুনঃ  ইইউর সংসদ সদস্যের বিবৃতিটি বিএনপির বিবৃতির মতোই - কৃষিমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন