ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিক্ষুকের চার হাজার টাকা ছিনতাই

ভিক্ষুকের চার হাজার টাকা ছিনতাই

পটুয়াখালীর কলাপাড়ায় সারাদিনের কষ্টার্জিত ভিক্ষার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। কলাপাড়া পৌরসভায় সাপ্তাহিক হাটের দিন মঙ্গলবার সন্ধ্যায় দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় মমতা শপিংমলের কাছে এ ঘটনা ঘটে। এসময় তার কাছে থাকা ভিক্ষার চার হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

ভিক্ষুক আব্দুর রশিদ হাওলাদার জানান, গত মঙ্গলবার ছিলো কলাপাড়া পৌর শহরে সাপ্তাহিক হাটের দিন। এদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করেন। সন্ধ্যার পর সারা দিনের উপার্জিত টাকা গুছাচ্ছিলাম। এ সময় চার পাঁচজন কম বয়সী ছেলেরা তাকে ঘিরে বসে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় চাকু বের করে হুমকি দিয়ে যায়। তাই ভয়ে ডাক চিৎকার দিতেও সাহস পাইনি। 

তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর গ্রামে। সংসারের অভাবের কারণে বাধ্য হয়েই তিনি ভিক্ষা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, এ ধরনের কোনো ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন