থাইল্যান্ডের একটি গুহা থেকে ১২ জনের একটি ফুটবল টিম ও তাদের কোচকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, উদ্ধারকর্মীর একজন সদস্য অপারেশন চলাকালীন রক্তে সংক্রমণ অবস্থায় সেখানে মারা যান।
থাম লুয়াং গুহায় উদ্ধারকাজ চলাকালীন সময় থাই নেভি সিলের পিটি অফিসার বেরুত পাকবারা রক্ত সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। এরপর প্রায় দেড় বছর ডাক্তারের নজরদারিতে থাকার পর শুক্রবার তিনি মারা যান। থাই নেভি সিলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার জানাযা শেষে বেরুতকে ইসলামের রীতি অনুযায়ী তার প্রদেশ সাতুনে দাফন করা হয়েছে।
সালমান গুনান নামের আরেকজন উদ্ধারকর্মী উদ্ধারকার্য চলাকালীন অবস্থায় মারা যান। থাই নেভি সিলের প্রাক্তন ডুবুরি সার্জেন্ট সামান গুহার ভেতরে আটকা পড়া ফুটবল দলের সদস্যদের এয়ার ট্যাংক সরবরাহ করতে গিয়েছিলেন। ফেরার পথে তার নিজের ট্যাংকেরই বাতাস ফুরিয়ে গেলে জ্ঞান হারিয়ে ফেলেন এবং কিছু সময় পরই তিনি মারা যান।
২০১৮ সালের ২৩ জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকা পড়ে দ্য বোয়ার্স নামে বয়স (১১-১৬) একটি কিশোর ফুটবলার দল ও তাদের ২৫ বছর বয়সী কোচ।
প্রায় ১৭ দিন চেষ্টার পর অবশেষে সবাইকে গুহা থেকে উদ্ধার করে আনতে সফল হয় রয়্যাল থাই নেভি সিলের দলটি। উদ্ধারকার্যটিতে মোট ৯০ জন ডুবুরি ও বিশ্বের গণমাধ্যমগুলো মনযোগ আকর্ষণ করেছে।
গুহাটি চলতি বছর আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস