ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোপা লড়াইয়ে ধাক্কা খেল সিটি

ইংলিশ প্রিমিয়ার লীগে উলভারহ্যাম্পটনের ধাক্কা শিরোপা জেতার লড়াই থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। শুক্রবার স্বাগতিক উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন সিটি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই বড় একটা ধাক্কা খায় পেপ গুয়ার্দিওয়ালর দল। পর্তুগীজ ফরোয়ার্ড ডিয়েগো জোতাকে ডি-বক্সের বাইরে এসে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখা পান  সিটি গোলরক্ষক এডারসন।

তবে মাঠের লড়াইয়ে আলো ছড়িয়েছেন রাহিম স্টারলিং। ম্যাচের ২৫তম মিনিটে স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ৫০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ তারকা প্লেমেকার। আর ২-০ গোলের লিড নেয় ম্যানচেস্টার সিটি।

কিন্তু মিনিট পাঁচেক এরপরই ম্যাচের রং বদলাতে থাকে। ২ গোলে পিছিয়ে থেকে স্মরণীয় ও বিতর্কিত ম্যাচে ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। তাদের হয়ে প্রথম গোল এনে দেন অ্যাডামা ট্রাওরে।

এরপর ৮২তম মিনিটে রাউল জিমেনেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচ ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করে বর্তমান চ্যাম্পিয়নদের হৃদয় ভেঙে দেন ম্যাট ডোহার্টি।

লিগ টেবিলে ১৯ ম্যাচে ১২ জয়, ২ ড্র ও ৫ হারে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। এখন  শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে তারা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন