- ৬ জনের পরিবারে ২০ টাকার মাছ
অনেকদিন পর মলা মাছ খাবেন চা শ্রমিক অঞ্জনার পরিবারের সদস্যরা। চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের টানা ১৯ দিন পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১২০ টাকা থেকে ১৭০ বৃদ্ধি করা হয় চা শ্রমিকদের দৈনিক মজুরি। এরপর টানা ১৯ দিনের ধর্মট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন চা-শ্রমিকরা।
দীর্ঘ আন্দোলনের ফলে শ্রমিকরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছিলেন। এখন প্রতিটি বাগানে শ্রমিকরা কাজে ফিরেছেন। বাগানগুলোতে ফিরে এসছে কর্মচঞ্চলতা। গত বুধবার সাপ্তাহিক তলব পেয়ে শ্রমিকরা স্থানীয় সাপ্তাহিক বাজার থেকে সংসারের জন্য বাজার করতে শুরু করেছে। বিকেলে ভাড়াউড়া চা বাগানে সাপ্তাহিক বাজারে গিয়ে দেখা হয় ভাড়াউড়া চা বাগানের চা শ্রমিকরা নিজেদের মতো কেনাকাটা করছেন।
এর মধ্যে দেখা হয় ভাড়াউড়া চা বাগানের বৃদ্ধ নারী চা শ্রমিক অঞ্জনা ভূইয়া’র সাথে অঞ্জনা ভূইয়া চা বাগানের সাপ্তাহিক বাজার থেকে ২০ টাকার মলা মাছ (স্থানীয় ভাবে মখা মাছ) কিনেছেন।
অঞ্জনা জানান, ধর্মঘটের কারণে অনেকদিন মাছ খেতে পারেনি তার পরিবার। সাপ্তাহিক তলব পেয়ে তাঁর মেয়ে বাগান শ্রমিক ২০ টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে মাছ কিনতে। মেয়ের দেওয়া সেই টাকা দিয়ে ছোট মাছ মলা কিনেছেন। অঞ্জনা জানান, এই ২০ টাকার মলা মাছ পরিবারের ৬ সদস্য মিলে খাবেন। বাজারে এরকম বহু অঞ্জনা এসেছেন কেউ ২০ কেউ ৫০ টাকার ছোট মাছ কিনছেন পরিবারের সদস্যদের আমিষের স্বাদ দিতে।
অঞ্জনা জানান, তাঁর এক মেয়ে বাগানে কাজ করে তাদের আয় কম থাকায় মেয়ের সাপ্তাহিক তলবের টাকা থেকে ২০ টাকা কিনেছেন। এই মাছ নাতি নাতনীসহ পরবারের ৬ জন মিলে খাবেন।
আনন্দবাজার/শহক
