ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেউলিয়ার পথে পাকিস্তান

দেউলিয়ার পথে পাকিস্তান
  • জলবায়ু-বন্যার থাবায় বিপর্যস্ত গোটা দেশ
  • ভয়াবহ বন্যায় ডুবে গেছে এক তৃতীয়াংশ ভূখণ্ড

পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে প্রবল বৃষ্টিপাতের ফলে দেশটিতে দেখা দিয়েছে প্রবল ভূমিধস ও বন্যা। জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। শুধু এতটুকুতেই নয়, দেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড তলিয়ে গেছে স্মরণকালের ভয়াবহতম এই বন্যায়। জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জনিয়েছে পাকিস্তান সরকার।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি ২৮ আগস্ট রাতে জানান, ইতোমধ্যেই সংকটে থাকা অর্থনীতি আরও বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সামনে আরও ভয়াবহ অর্থনৈতিক অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান। বিলাওয়াল ভুট্টো বলেন, আমার আশা, শুধু আন্তর্জাতিক মুদ্রা তহবিল নয়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংস্থাগুলো সত্যিকার অর্থে ধ্বংসের মাত্রা উপলব্ধি করবে। এই পরিমাণ ধ্বংস আমি আগে কখনো দেখিনি, এটি ভাষায় বর্ণনা করা খুবই কঠিন বলে মনে করি … ।

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। করোনা মহামারি, রাজনৈতিক পট পরিবর্তন, উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বাজেট ঘাটতিতে টালমাটাল পাকিস্তানে এখন নতুন করে অর্থনৈতিক ও মানবিক সংকট হিসেবে যোগ হয়েছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সিদ্ধান্ত নেবে, ২০১৯ সালের বেলআউট প্রোগ্রামের সপ্তম এবং অষ্টম ধাপের ১.২ বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দেওয়া হবে কিনা। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আইএমএফ অর্থ দেবে বলে আশা করা হচ্ছে। আইএমএফ ও পাকিস্তানের কর্মকর্তারা ইতোমধ্যেই একটি চুক্তিতে পৌঁছেছেন।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান সরকারের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম বিদেশি সহায়তা প্রবেশ করেছে পাকিস্তানে। দেশটির ৩৩ মিলিয়ন লোক এই দুর্যোগের সরাসরি ভুক্তভোগী, তাদের দুর্ভোগ কমাতে দেশজুড়ে বিশাল ত্রাণ অভিযান শুরু হয়েছে।

বন্যায় নদীর পানি বেড়ে যাওয়ায় দেশটির উত্তরের পাহাড়ি অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, ডুবে গেছে রাস্তাঘাট এবং সেতু। ফলে ত্রাণ কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে উঠেছে। বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ পাকিস্তানের এ অঞ্চল। নদীর পাড় ভেঙে ১৫০ কক্ষ বিশিষ্টি একটি হোটেলসহ আরও অনেক ভবন ভেসে গেছে পানির প্রবল স্রোতে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমানও সতর্ক করেছেন, গত এক দশকের মধ্যে সবচেয়ে কঠিন ও গুরুতর জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান।

গেল সপ্তাহে সোয়াত নদী প্লাবিত হয়ে উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবেশ করে বন্যা। বিশেষ করে এই প্রদেশের চরসদ্দা এবং নওশেহরা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার কয়েক হাজার মানুষের বাড়িঘর ধ্বংস হয়েছে, নিরুপায় হয়ে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সরকারি আশ্রয়কেন্দ্র ও ত্রাণ শিবিরে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র কামরান বনগাশ জানান, অনেকে রাস্তার ধারেও তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, চরসদ্দা থেকে ১ লাখ ৮০ হাজার মানুষ এবং নওশেরা জেলার গ্রামাঞ্চল থেকে দেড় লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, জাতীয় অর্থনীতিতে বন্যার ক্ষয়ক্ষতির প্রভাব কতটা পড়েছে এবং পড়তে চলেছে তার মূল্যায়ন চলছে এখনও বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তবে অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, এ পর্যন্ত ক্ষতির পরিমাণ ৪ বিলিয়ন ডলারের বেশি। অবকাঠামো এবং মানুষের জীবনযাত্রার ওপর প্রভাবের পরিপ্রেক্ষিতে এই ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় রয়েছে পাকিস্তান। বিগত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখছে দেশটি।

নজিরবিহীন বর্ষা মৌসুমের প্রভাব পড়েছে পাকিস্তানের চারটি প্রদেশেই। প্রায় ৪ লাখ ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি অসংখ্য রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং এরসঙ্গে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে পাকিস্তানে।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে এমন বন্যা আগে কখনও দেখিনি। চারদিক দিয়েই পাকিস্তান এখন পানির নিচে। আমি সবাইকে এগিয়ে আসতে এবং সাহায্য করতে অনুরোধ জানাচ্ছি ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন