চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা মজুরির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। দাবি পূরণ না হলে ‘পথে নামার’ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
চা-শ্রমিকদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কবি নির্মলেন্দু গুণ গতকাল সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে গুণ লেখেন, ‘চা শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।’
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৮ আগস্ট থেকে চা শ্রমিকরা আন্দোলন করে চলছেন। এ নিয়ে হয়েছে চা বাগান মালিক, শ্রমিক ও প্রশাসনের একাধিক বৈঠক। এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। সবশেষে শ্রমিকরা প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর ভরসা রেখে আন্দোলন স্থগিত করেছে।