পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী কোডেক বাজার সংলগ্ন কাটা ভাড়ানী খালের ওপর ৮০ ফুট লম্বা গার্ডার ব্রিজের পূর্ব পাশে ও মাঝ বরাবার ভেঙ্গে গিয়ে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যোগাযোগ নিয়ে সংকটে পড়েছেন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানায়, ৮০ ফুট লম্বা কাটা ভাড়ানী খালের উপরের এ গার্ডার ব্রিজটি প্রায় ২০ বছর আগে নির্মিত হয়েছে। এরপর আর এটি সংস্কার করা হয়নি। এবং এটি সংস্কার করে ব্যবহার উপযোগী করার সুযোগ নেই।
জানা যায়, উপজেলার ধানখালী ইউনিয়নের কাটা ভাড়ানী খালের ওপর ৮০ফুট লম্বা ব্রিজের পূর্ব পাশে ও মাঝ বরাবার কিছু অংশ ভেঙে খালের উপর পড়ে গেছে। এছাড়া ব্রিজের বিভিন্ন জায়গায় ইটের সুরকি উঠে গিয়ে লোহার রড বেরিয়ে পড়েছে। ওই স্থানে স্থানীয়দের বিপদ এড়ানোর সতর্কতায় বড় একটি গাছ ফেলে লাল নিশান দিয়ে সংকেত চিহ্ন দেওয়া হয়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙে বড় ধরণের দুর্ঘটনা ঘটার শংকা দেখা দিয়েছে। আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে গাড়ি যাওয়া আসার জন্য সেতুটির পাশের বাইপাস সড়কটিও পুরোপুরি ভেঙে গেছে।
উপজেলা সদরের সঙ্গে নমরহাট বাজার হয়ে পার্শ্ববর্তী আমতলী-গলাচিপা উপজেলার অনেক লোকজনের যাতায়াত এ ব্রিজ দিয়ে। বর্তমানে এটি জরাজীর্ণ হয়ে পড়ায় শত শত স্কুলগামী শিশুরা ঝূুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করছে।
ধানখালী গ্রামের অধিবাসী রুবেল হাওলাদার বলেন, ওই ব্রিজ দিয়ে ১২টি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারি ও সাধারণ মানুষের চলাচল করতে হয়। ওখানে রয়েছে দুটি সাপ্তাহিক বাজার।
ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাদা পারভেজ টিনু মৃধা জানান, কোডেক বাজার খালের উপর সেতুটি খুবই জনগুরুত্বপুর্ণ। বিভিন্ন পেশার লোকজন এর উপর দিয়ে চলাচল করে। এজন্য ওই জায়গায় একটি নতুন সেতু স্থাপনের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে ধানখালীবাসীর পক্ষে থেকে জোর অনুরোধ জানাছি।
ধানখালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণে কয়েক বছরের মধ্যে এ ব্রিজ এখন মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, যাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ধানখালী ইউনিয়নের কোডেক বাজার খালের উপর গার্ডার ব্রিজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।