ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সবজির দামে বিপাকে হতদরিদ্র মানুষ

সবজির দামে বিপাকে হতদরিদ্র মানুষ

প্রতিকার আজানা, ক্ষুব্ধ মানুষ

প্রতিদিনেই বাড়ছে নিত্যপণ্যের দাম। যেনো নিয়ন্ত্রণের বাহিরে সবকিছুই। অন্য সময়ে দুই একটি পণ্যের দাম বাড়লেও এবার সবপন্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা চলছে সমানতালে। অনেকদিন ধরেই চলছে এ অবস্থা। এতে অসহায় দরিদ্র লোকজন পড়েছেন বিপাকে। বাজারে নেই কোনো প্রশাসনিক মনিটরিং ও নেই কোনো মূল্য তালিকা। চড়া দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। ঠিক কোথায় গন্তব্য ক্ষুব্ধ মানুষ নিজদের মধ্যে বলাবলি করলেও প্রতিকার অজানা। কবে আবার ফিরবে বাজারের স্বাভাবিক অবস্থা এসব আলোচনার কেন্দ্রবিন্দু এখন।

গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন তুলাতুলি জামাই বাজারের সবজির মূল্য- কাচাঁমরিচ ১৪০-১৫০ টাকা, পেঁয়াজ ৪০-৫০, আলু ২৮-৩০, টমেটো ১০০-১২০, মুলা ৬০-৭০, করলা ৪০-৫০টাকা, পেঁপে ৩০-৩৫, বেগুন ৬০-৭০, সিম ৬০-৭০, পোটল ৪০-৫০, শসা ৫০-৬০টাকা।

সাধারণ মানুষ বলছে, দ্রব্যমূল্যের দাম একবার বাড়লেও আর কমার লক্ষণ দেখা যায় না। তাই পণ্যের দাম নির্ধারণ, বাজার মনিটরিং না করলে কিছুতেই নিয়ন্ত্রণে আসা সম্ভব না। পর্যবেক্ষণে সরকারি সংস্থাগুলো বলছেন, সবজি উৎপাদন বা সরবরাহে কোনো সংকট নেই। সব মিলিয়ে খুচরা বাজারে ৫ থেকে ১০ টাকার বেশি দাম হওয়ার কথা না। হঠাৎ করেই মাঝেমধ্যেই একটি করে সবজির দাম বাড়িয়ে দেয়া হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। নিত্যপণ্যের অসহনীয় দর সাধারণ ক্রেতাদের বিশেষ করে করোনায় আয় রোজগার কমে যাওয়ায় মানুষকে এখনো বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। কম আয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

সাধারণ মানুষের বক্তব্য, সরকারের পাঁচ থেকে দশটি টিম কয়েকটা বাজার পর্যবেক্ষণ করলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এজন্য পুরো বাজার ব্যবস্থাপনাকে একটি সিস্টেমে নিয়ে আসতে হবে। নইলে দামের হেরফের চলতেই থাকবে। তাই গরিব দরিদ্র মানুষের দৃষ্টি শুধু প্রশাসনের উপর। বাজার মনিটরিং ও মূল্যতালিকার উপর নজরদারি থাকলে একটু হলেও সস্তি মিলবে।

এ বিষয়ে তরকারি ব্যবসায়ী ওসমান বলেন, তেলের দাম বৃদ্ধি পাওয়া আগে আমাদের গ্রাম থেকে সবজি আনতে যে খরচ দিতে হতো এখন তার দিগুণ দিতে হচ্ছে। আব্দুল হালিম খসরু নামে এক ক্রেতা বলেন, সবজির দাম আগের তুলনায় অনেক বেড় গেছে। শুধুমাত্র পেঁপের দাম স্থিতিশীল আছে। অন্যান্য সবজির দাম তুলনামূলকভাবে বেড়েছে। সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি পরিবহন খরচকে কারণ হিসেবে উল্ল্যেখ করেণ। বর্তমানে আয়ের সাথে ব্যয়ের সমন্বয় নেই।

সংবাদটি শেয়ার করুন