ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুশফিক ওপেনার হিসেবেই খেলা শুরু করেছিল’

এশিয়া কাপকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৭ সদস্যের দলে মাত্র দুজন স্পেশালিস্ট ওপেনার রয়েছেন। এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানান, যে কেউ ওপেনার হতে পারেন, এমনকি মুশফিক-সাকিবও।

আজ বুধবার মিরপুরে ব্যাটে-বলে অনুশীলন করেছেন সাকিব-মুশফিকরা। সেখানে তাদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন নাজমুল আবেদীন ফাহিম।

সে সময় সাংবাদিকদের তিনি জানান, আসলেই (ওপেনিং) করবে কি না জানি না। কারণ আমাদের দলে দুজন স্বীকৃত ওপেনার আছে। আলোচনাটা যদি মুশফিককে নিয়ে বেশি করি, ওই দুজন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমার মনে হয় দুজনকেই সমর্থন করা উচিত, যেন ওরা ভালো করতে পারে। যদি ওদের মধ্যে কেউ ব্যর্থ বা অসুস্থ হয় তাহলে হয়তো মেক শিফট অপশনের ব্যাপার আসবে।

শিষ্য মুশফিকের ওপেনিং করা প্রসঙ্গে ফাহিম জানান, মুশফিকও (ওপেনার) হতে পারে, ও যখন খেলা শুরু করেছিল, বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে, এটা আমি জানি ব্যক্তিগতভাবে। পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে। অবশ্যই ও মিডল অর্ডারের একজন ব্যাটার, ওপেন করাটা সব সময় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে। কিন্তু ওর অভিজ্ঞতাটা কাজে লাগবে। যদি দরকার হয় মুশফিক ও অন্যরাও আছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন