ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতির পিতার আদর্শ হৃদয়ে লালন করতে হবে

জাতির পিতার আদর্শ হৃদয়ে লালন করতে হবে

দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারন ও লালন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম।

গতকাল সোমবার এনবিআর কার্যালয়ে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু হেনা মো: রহমাতুল মুনিম বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এটি বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন। এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদেরকে দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারন ও লালন করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এনবিআর গতকাল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানের শুরুতে ক্যাডেটদের উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনা মুলক ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়। এরপর উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর ওপর লিখিত একটি করে বই পড়তে দেয়া হয়। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত বই পড়া কার্যক্রম চলে। স্বাধীনতার  মহান স্থপতি জাতির পিতার বর্ণাঢ্য জীবন আলেখ্য ও কর্ম নৈপুণ্যের  ওপর রচিত  বিভিন্ন বইয়ের পঠিত অংশের ওপর আলোচনার পাশাপাশি  আত্ম বিশ্লেষণ, আত্মোপলব্ধি এবং অভিব্যক্তি প্রকাশ হয়।

অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের বর্নাঢ্য কর্মময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এনবিআরের সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এনবিআরের সদস্য (প্রশাসন) বশীর আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংবাদটি শেয়ার করুন