ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংঘবদ্ধ চোরের হানা কবরে

সংঘবদ্ধ চোরের হানা কবরে
  • ১২ কঙ্কাল চুরি

মানিকগঞ্জে শিবালয় উপজেলার বোয়ালী ও কাতরাসিন কবর স্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোড় ও সদর উদ্দিন কলেজ সংলগ্ন দুটি কবরস্থানে বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানা যায়, বড় বোয়ালি ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে রাতের যে কোনো সময় মোট ১৩টি কবর খোঁড়া হয় এবং ১২ টি কবরের মধ্যে কোনো লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। গত বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শিবালয় থানার এস আই সানোয়ার হোসেন। তিনি জানান, আমরা ঘটনা শোনামাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন