ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এক অঙ্কের সুদহার অনুমোদন

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎপাদনশীল খাতের ব্যাংক ঋণের সুদহার এক অঙ্কে বেঁধে দেওয়া হচ্ছে। শিল্পের মেয়াদি এবং চলতি ঋণের গ্রাহকরা এই সুবিধা পাবেন। জানুয়ারি ১ থেকে এ সুবিধা কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বিশেষ পর্ষদ সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, ‘শিল্প খাতে এক অঙ্কের সুদহার অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ খাতের মেয়াদি ও চলতি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিল্পঋণের সুদহার এক অঙ্কের বেঁধে দেওয়া ছাড়াও বেশ কিছু সুপারিশ চূড়ান্ত করেছে এ সংক্রান্ত গঠিত কমিটি। কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত ১০ ডিসেম্বর। কিন্তু ভাষাগত কিছু সমস্যা থাকায় প্রতিবেদনটি জমা দেওয়ার সময় দুই দিন পেছানো হয়। ফলে সুদহার কমানোর সুপারিশ সংবলিত প্রতিবেদনটি গত ১২ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিকট হস্তান্তর করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সমপ্রতি এক বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন ‘নয়-ছয় ফর্মুলা ভুলে যান। এখন থেকে ব্যাংকিং খাতে আমানতে ৬ ও ঋণে ৯ শতাংশ সুদহারের ফর্মুলা থাকবে না। নতুন পদ্ধতিতে সুদের হার কমানো হবে। এখানে ব্যবসা করতে হলে শিল্পঋণে সুদের হার ৯ শতাংশের বেশি এক পয়সাও নেওয়া যাবে না।’

ব্যাংক সূত্রের তথ্যানুযায়ী, শুধু শিল্পঋণে ৯ শতাংশ সুদ কার্যকরের বিষয়ে শিগগিরই সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মূলধন ঋণ, প্রকল্প ঋণসহ শিল্পখাতের বড় ঋণগুলো থাকবে। তবে ভোক্তা ঋণ এর আওতায় পড়বে না।

আরও জানা যায়, ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে বা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ এখনো মানছেন না বেসরকারি ব্যাংকগুলোর মালিকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী সাতবার এবং বর্তমান ও সাবেক অর্থমন্ত্রী ১১ বার নির্দেশনা দিয়েছেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন