ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের দুই ছাত্র নিখোঁজ

রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের দুই ছাত্র নিখোঁজ

রংপুর ক্যান্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির আদহাম আলী সামি এবং আলভী বিন আব্দুল্লাহ নামের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাদের বয়স আনুমানিক১৫-১৬ বছর।

গত ৩১ জুলাই ২০২২ তারিখে তারা একসাথে রংপুরের বাসা থেকে বিকাল ৫ টার দিকে বের হয়ে যায়। আজ পর্যন্ত আর বাসায় ফিরে আসেনি।

বাসা থেকে যাওয়ার সময় দু’জনের পিঠে স্কুল ব্যাগ ও দু’টি ব্যাগে পড়নের কাপড় নিয়ে গেছে (যা সি সি টিভি ফুটেছে দেখা গেছে)।

এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানায় ০১-০৮-২০২২ তারিখে দু’টি সাধারণ ডায়েরি করা হয়েছে। নং২৬/৩১। একই বিষয়ে রংপুর র‍্যাব-১৩তে একটি অভিযোগ দায়ের করা হয়েছে নং ১১১ তারিখ ০৬-০৮-২০২২।

কোন ব্যক্তি ছেলে দু’টির দেখা বা সন্ধান পেলে নিকটস্থ থানা,র‍্যাব অথবা ০১৭১৬৫১৮৬৮, ০১৭১৬৩১৩৯৯৫, ০১৭২৮২৮৯৪৪৪ নম্বরে জানানোর অনুরোধ করা হলো।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন