ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরের সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন

গাজীপুরের সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে মানববন্ধন

গাজীপুর মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ দফা দাবি আদায়ে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর নগরীর বোর্ডবাজারে ইয়ুথ সোশ্যাল এওয়ারনেস টিম এর আয়োজনে ও গাজীপুর ইয়ুথ ক্লাব এর সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন,ইয়ুথ ক্লাবের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন সরকার,গাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন ইয়ুথ সোশ্যাল এওয়ারনেস টিমের কো-অর্ডিনেটর ফরিদ শিকদার অয়ন।

মানববন্ধনে বক্তারা গাজীপুরে চলমান বিআরটি প্রজেক্টের চলমান কাজের গতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং অতি দ্রুত কাজ শেষ করার জন্য দাবী জানান তাঁরা। পাশাপাশি সকল বক্তারা যানজটমুক্ত নগরী গড়ার প্রত্যয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ করে স্বাভাবিক যান চলাচলে স্বস্তি ফিরিয়ে
আনাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার মহোদয় মোল্লা নজরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন