ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনীতে বাংলা ‘প্রেস ও মিডিয়া সম্মাননা’ অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে মাল্টিকালচারাল এন্ড ইন্ডিজিনিয়াস মিডিয়া এওয়ার্ড-এমআইএমএ প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করে।

শুক্রবার বিকেলে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলা কম্যুনিটির ১৬টি মিডিয়ার অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনে ছিলো অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাব।

এমআইএমএর চেয়ারপারসন শওকত মোসেলমান এমপির সভাপতিত্বে এ সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী সাংবাদিক, সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে নবনিযুক্ত কনসাল জেনারেল শাখাওয়াত হোসেইন, কমিউনিটি ব্যক্তিত্ব গামা আব্দুল কাদির, টিটো সোহেল।

বক্তব্য রাখেন কনসাল জেনারেল শাখাওয়াত হোসেইন, সিডনির মেয়রের প্রতিনিধি কাউন্সিলর রবার্ট কক, কম্যিউনিটি ব্রডকাস্টিং এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার জানা গিবসন, ড. দেবলীনা ঘোষ, আদিবাসী প্রতিনিধি আন্টি ডোনা ইনগ্রাম, টিটো সোহেল। উপাস্থপনায় সাইমা আফ্রিক আর বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সাফায়ার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ জামাল, সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. দেবলীনা ঘোষ, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বদরুল খান, এবং মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া আহমেদের সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি বাছাই প্যানেল ৫টি ক্যাটাগরিতে বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্বদের ২০২২ সালের জন্য পদক প্রদানের জন্য মনোনিত করেন।

সাংবাদিক ও প্রাবন্ধিক হিসেবে পদক পান প্রখ্যাত কলামিস্ট অজয় দাশগুপ্ত, প্রিন্ট মিডিয়ায় কমিউনিটি অবদানের জন্য পদক পায় মুক্তমঞ্চ পত্রিকা ও সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, অনলাইন সংবাদ মাধ্যম হিসেবে পদক পায় প্রশান্তিকা ও সম্পাদক আতিকুর রহমান শুভ, কমিউনিটি রিপোর্টার হিসেবে পদক পান বিডি প্রতিদিন ও সিডনি প্রতিদিনের আবু নাঈম আব্দুল্লাহ, ডকুমেন্টরি চলচিত্রে আব্দুল কাউয়ুম।

অজয় দাশগুপ্ত বলেন, সম্মাননা দেয়া মানেই দায়িত্ব বাড়িয়ে দেয়া। যারা সম্মাননা পেয়েছেন তাদের দায়িত্ব হবে সমাজ ও দেশের সম্মানে আরো বেশী কাজ করা। এছাড়াও অনুভূতি প্রকাশ করেন মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু নাঈম আব্দুল্লাহ ও ডকুমেন্টরি ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল কাউয়ুম। বিশেষ সম্মাননা দেয়া হয় সমাজকর্মী আফরিনা চৌধুরী ও টপ আপ প্লাজার ইকবাল ইউসুফকে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মোঃ রহমতুল্লাহ ও সাধারন সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ টুটুল। নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি পরিমার্জিত সম্মাননা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন