ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গভর্নরের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট জনস্বার্থ, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব ও নিরীক্ষা, পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকাণ্ড, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার বিষয়ে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।

গভর্নর দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে এ সময় ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম এফসিএমএ, সেক্রেটারি এ.কে.এম. কামরুজ্জামান এফসিএমএ, কোষাধ্যক্ষ মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন