ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া আনছে মাইক্রোসফট

টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট সোশ্যাল মিডিয়া আনছে। সংস্থাটি চলতি সপ্তাহে এ তথ্য ঘোষণা করেছে ভিভা এনগেজ প্ল্যাটফর্মে।

জানা যায়, নতুন প্ল্যাটফর্মটি মাইক্রোসফট টিমস অ্যাপের সঙ্গেই চলবে। তাই ধারণা করা হচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবেই বিশ্ববাসীর সাথে ভিভা এনগেজের পরিচয় করাতে চলেছে মাইক্রোসফট।

কিন্তু মজার বিষয় হচ্ছে, ভিভা এনগেজ নামক প্ল্যাটফর্মের লুক এবং ফিল এমনভাবে তৈরি করা হয়েছে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো। এর হোম ফিডে বিভিন্ন পোস্ট ও ভিডিওসহ আরও অনেক কিছু দেখা যাবে।

সম্প্রতি সংবাদ মাধ্যমে নতুন প্লাটফর্মটির একটি ছবি প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, হোম স্ক্রিনের ঠিক বাঁ দিকে থাকছে সেটিংস অপশন। এছাড়াও অন্যান্য কমিউনিটিতে যোগ দেওয়ার অপশনটি এখানে পাওয়া যাবে।

এসব দেখে বিশেষজ্ঞদের দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি নিয়ে ট্রায়েড অ্যান্ড টেস্টেড অ্যাপ্রোচ চালাচ্ছে মাইক্রোসফট। কারণ, মার্কেটে ফেসবুকের মতো বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে।

কিন্তু মাইক্রোসফটের নতুন প্ল্যাটফর্মটিতে যে শুধুই ফেসবুকের সঙ্গে সাদৃশ্য রয়েছে এমনটা নয়। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে যেমন স্টোরিজ ফিচার দেখা যায়, একই ধরনের ফিচার মাইক্রোসফটের ভিভা এনগেজেও দেখা যেতে পারে।

কিন্তু সোশ্যাল প্লাটফর্ম হলেও এটি মূলত ব্যবসার উপরেই ফোকাস করবে মাইক্রোসফট।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন