ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি। আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দ্রাগির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্র প্রধান এবং তাকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে। আগামী শরৎয়ে নতুন নির্বাচন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

বুধবার ক্ষমতাসীন জোটে বিভাজন দূর ও নতুন করে ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে পার্লামেন্টে আস্থা ভোট আনার ঘোষণা দেন দ্রাগি। তবে মূল শরিকদের তিনটি দল তাতে সম্মতি না দেওয়ায় জোট সরকার ভেঙে পড়ে।

গত ১৪ জুলাই আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তবে তখন দ্রাগির পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাত্তারেলা।

প্রেসিডেন্ট মাত্তারেলা পদত্যাগপত্র গ্রহণ না করায় পুনরায় আস্থা ভোট আনার চেষ্টা করেন তিনি। তবে জোটের তিন শরিক দল তাতে সায় দেয়নি। তাই পদত্যাগ করতে বাধ্য হন দ্রাগি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন