ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে সূর্যের দেখা মিলল

শীতের তীব্রতা শেষে অবশেষে পাঁচদিন পর রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় সূর্যের দেখা মিলল। গত বুধবার থেকে উত্তর-দক্ষিণাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহের প্রভাব পড়ে সারাদেশে। তবে রবিবার থেকে আস্তে আস্তে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করে। শীতের দাপটও কমতে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন জানান, সোমবার সূর্যের দেখা মিললেও অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সীতাকুণ্ডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, ২৫ থেকে ২৭ ডিসেম্বর সারাদেশ আবারো মেঘাচ্ছন্নতায় ঢাকা থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন দেশের তাপমাত্রা আবারো হ্রাস পেতে পারে।

এদিকে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক গুলোতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার কারণে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে কোনো ধারণায় পাওয়া যায় না।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, শৈত্যপ্রবাহ এখন না থাকলেও ঠাণ্ডার অনুভূতি বেশি হচ্ছে। দিনে-রাতে তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীত বেশি লাগছে। দিনের বেলায় তাই স্বাভাবিক নাগরিক জীবনেও শীতের প্রভাব পড়ছে। তবে এ মাসের শেষের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। বৃষ্টিতে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরপরই মৃদু বা মাঝারি শৈত্য প্রবাহ শুরু হতে পারে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন