ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বেড়েছে আক্রান্ত, শনাক্তের হার ১৮.৪২ শতাংশ

চট্টগ্রামে বেড়েছে আক্রান্ত, শনাক্তের হার ১৮.৪২ শতাংশ

চট্টগ্রামে গত একদিনের ব্যবধানে আরও ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৪২ শতাংশ। আগের দিন রোববার শনাক্ত হয়েছিল ৪১ জন। তারও আগের দিন শনিবার ছিল ৫০ জন। তবেএকই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা যায় ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২টি ল্যাবে ৪১৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭২ জন নগরীর বাসিন্দা। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে ২ জন হাটহাজারীর এবং আনোয়ারা, রাউজান ও মিরসরাইয়ের ১ জন করে রয়েছেন।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৪১২ জন এবং বাকি ৩৪ হাজার ৭৪৪ জন বিভিন্ন উপজেলার।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৬ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর দেশের দ্বিতীয় রাজধানীখ্যাত চট্টগ্রামে প্রথম কোন রোগী সংক্রমিত হয় একই বছরের ৩ এপ্রিল। ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সংবাদটি শেয়ার করুন