ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চার বছর পর পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাব

চার বছর পর পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাব

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আলোকে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রস্তাব রাখবে ইউরোপীয় পার্লামেন্টের কমিটি অন ইন্টারন্যাশনাল ট্রেডের (আইএনটিএ) একটি প্রতিনিধি দল।

এর আগে ২০১৮ সালে সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করে। আবার  নির্বাচনকে সামনে রেখে চলতি বছর পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ার কথাও বিবেচনা করছে সরকার।

ইইউ প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার জন্য নির্ধারিত কর্মকর্তা এবং ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, প্রতিনিধিদল শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর জন্য আহ্বান জানাবে। এছাড়া প্রতিনিধি দলটি ৬ বছরের জন্য জিপিএস সুবিধা সম্প্রসারণের অগ্রগতি নিয়েও আলোচনা করবে। শিল্প সূত্রমতে, ২০২৬ সালের মধ্যে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শ্রম, কর্মসংস্থান ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিইএফ এর মুখপাত্ররা।

প্রতিনিধি দলটি বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত, ইইউ মিশন প্রধানদের প্রধান, ট্রেড ইউনিয়ন, আইএলও এবং ইইউ ব্যবসায়িক ব্র্যান্ডের সাথেও বৈঠক করবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক চিঠিতে আইএনটিএ-এর একটি প্রতিনিধি দল ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করার করা জানানো হয়।

হেইডি হাতালার নেতৃত্বে এই দলের সদস্যরা গত ১৭ জুলাই দেশে পৌঁছেছেন। হেইডি ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের পাঁচ সদস্য (এমইপি) এবং পাঁচজন কর্মকর্তা রয়েছেন এই দলে।

এর আগে সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাজাহান খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের (ডিআইএফই) বৈঠকে এমন সফরের ইঙ্গিত দেন। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার শিগগিরই নতুন মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেবে।

২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর সরকার পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৫,৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করে। সে বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল এই মজুরি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, সোমবার এক বৈঠকে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মতপ্রকাশের স্বাধীনতা ও ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইইউ প্রতিনিধি দল। তিনি তাদের জানান, ইতোমধ্যেই ট্রেড ইউনিয়নবাদ ও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। দেশের আইন অনুযায়ী ইপিজেডে ট্রেড ইউনিয়ন করার অনুমতি দিতে রাজি হয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন